৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয়

ধুনটে ওসমান গনি ফাউন্ডেশনের আয়োজনে পরিবেশ দিবস পালিত

০৫ Jun, ২০২৩

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: ধুনটে ওসমান গনি ফাউন্ডেশনের লগো

বগুড়ার ধুনটে মরহুম ওসমান গনি ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে পরিবেশ দিবস পালিত হয়েছে। ৫ জুন সোমবার সরুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিবসটিকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক আমার বার্তা পত্রিকার সাংবাদিক সুমন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়াল মাধ্যমে প্রধান আলোচকের বক্তব্য দেন, মরহুম ওসমান গনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কারিমুল হাসান।

 এসময় তিনি পরিবেশ দিবসের পটভূমি ও পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা করেন। তিনি বলেন, ১৯৭২ সালের জুন মাসের ৫ থেকে ১৬ তারিখ পর্যন্ত জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়। পরে ১৯৭৪ সালে সম্মেলনের প্রথম দিন ৫ জুন এই তারিখটি কে 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে ঘোষণা দেয় জাতিসংঘ। তখন থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

 প্রাকৃতিক পরিবেশ রক্ষায় যেমন গাছ লাগানো ও পরিচর্যার বিকল্প নেই, তেমনি সামাজিক পরিবেশ রক্ষায় সৃষ্টিশীল, উন্নয়ন ও উন্নতি মানসিকতা তথা সেচ্ছাসেবীর বিকল্প নেই বলেও মন্তব্য করেন। এ আলোচনা সভায় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কর্মী ও স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।

Related Article