২৬ মার্চ, ২০২৪
ছবি: ধুনটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারাদেশের ন্যায় বগুড়ার ধুনটেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ২৬ মার্চ ভোরে পুষ্পার্ঘ অর্পণ ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
পরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ধুনট ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রমাজান কে সামনে রেখে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, পৌর মেয়র এজি,এম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক খান, সহকারি কমিশনার (ভূমি) নুরুল আমীন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান।