৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অর্থনীতি ও বাণিজ্য / বিশেষ সংবাদ

ধুনটে কোরবানি ঈদ বাজারে বিক্রয়ে প্রস্তত ৪০ হাজার পশু, ৪ হাজার খমারি

১২ Jun, ২০২৩

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: ঈদ-উল-আযহার জন্য প্রস্তুত পশুর চিত্র

আসন্ন ঈদ-উল-আযহা কে সামনে রেখে বগুড়ার ধুনটে কোরবানীর জন্য প্রায় ৪০ হাজার গোবাদিপশু প্রস্তুত রেখেছে অন্তত ৪ হাজার খামারি। উপজেলা প্রাণী সম্পদ অফিসের দেয়া তথ্য অনুযায়ী উপজেলা জুড়ে ৩হাজার ৯শত ৯৭ জন খামারি কোরবানীর ঈদ বাজারে বিক্রির জন্য প্রস্তুত রেখেছে। যার মধ্য ষাঁড় ১৪ হাজার ৬শ ৭২টি, বলদ ৩ হাজার ৩শ ৯২ টি, গাভী ৪হাজার ৯শ ১২টি, মহিষ ৬৯টি, ছাগল রয়েছে ১০ হাজার ৬শ ৯০টি এবং ভেড়া ১হাজার ৬শ ৯৭টি। সব মিলিয়ে মোট খামারিদের ৩৫ হাজার ৪শ ৩২টি গোবাদিপশু এবারের ঈদে বিক্রয় উপযোগি।

উপজেলা জুড়ে সাপ্তাহিক বার হিসেবে হাতেগনা ৫ থেকে ৬টি গবাদিপশুর হাট বসে থাকে। কোরবানীর জন্য প্রস্তুত উপজেলার গবাদিপশু গুলোর পাশাপাশি বাহির এলাকা থেকেও বাজারে আসতে শুরু করে। এতে এবারের ঈদে চাহিদা পুরনে পর্যাপ্ত পশুর আমদানি থাকতে পারে বলে মনে করছেন বিভিন্ন বাজারের ইজারাদারগন। 

উপজেলার গবাদিপশু খামারিদের অনেকেই যেমন অন্য এলাকাতে পশু ক্রয় করতে যাবে তেমনি অন্য এলাকা থেকেও এই উপজেলায় পশু বিক্রি করতে আসবে। সব মিলিয়ে গড়ে পশুর চাহিদা অনুযায়ী ঘাটতি পুরনে সমস্যা হওয়ার কথা নয় বলেও মন্তব্য করেন অনেকে।


উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাবিল ফারাবী জানান, ঈদ কে সামনে রেখে খামার জড়িপে অন্তত ৩০ হাজারেরও উপরে গবাদিপশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রাম মহল্লার গৃহস্থলী গবাদিপশু অনেক বিক্রি হবে। সব মিলিয়ে উপজেলা জুড়ে চাহিদা পুরনে সক্ষম হবে বলে আশা করা যায়।
 

Related Article