৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ

ধুনটে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৪ সেপ্টেম্বর, ২০২৩

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: ধুনটে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বগুড়ার ধুনটে আবু রায়হান (১৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ১৩ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতের কোন এক সময় আত্মহত্যা করে বলে ধারনা করা করছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত আবু রায়হান উপজেলার গোসাইবাড়ী  ইউনিয়নের পূর্ব গুয়াডুহরী  গ্রামের বাবলু শাহ এর ছেলে।

ইউপি সদস্য তবিবর রহমান জানায়, আজ থেকে প্রায় ৯ বছর আগেও আত্মহত্যা করার চেষ্টা করেছিল। ছেলেটির অতিরিক্ত রাগ স্বভাবের ছিলো। পারিবারিক কোন কারনে রাগে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। শয়ন কক্ষে কাঠের তীরের সহিত গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Article