৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

ধুনটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৯

০৯ অগাস্ট, ২০২৪

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: চিকিৎসাধীন আহত ৯ জন

 

 

বগুড়ার ধুনটে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ ৯ জন আহত। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

এলাকাবাসী জানায়, আনারপুর গ্রামের প্রবাসী রঞ্জু মিয়ার সাথে একই গ্রামের শফিকুল ইসলামের ২৮ শতক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। 

শুক্রবার সকালে শফিকুল ইসলাম লোকজন নিয়ে ওই জমি দখল করতে গেলে রঞ্জু মিয়া তার লোকজন নিয়ে বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ও সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘর্ষে নারী সহ উভয় পক্ষের ৯জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলো রঞ্জু মিয়া, জহুরুল ইসলাম, ধলি খাতুন, রাজু মিয়া, রবিউল ইসলাম, শফিকুল  ইসলাম, গোলাপ উদ্দিন, আব্দুর রশিদ ও ইমন আলী।  

সংঘর্ষের খবর পেয়ে সেনা বাহিনীর টহল দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

Related Article