২৫ অক্টোবর, ২০২৩
ছবি: দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ১৯তম বর্ষপূর্তি পালিত
বগুড়ার ধুনটে জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ১৯ তম বর্ষপূর্তি পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলার কাশবন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এ বর্ষপূর্তি পালিত হয়।
ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন টিক্কার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ষ্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ।
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ধুনট উপজেলা প্রতিনিধি ও ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী সাংবাদিক কারিমুল হাসান লিখন, ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ রাশেদ, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জিল্লুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক নিত্যানন্দ শীল, সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন, দপ্তর সম্পাদক নিয়ামুল ইসলাম, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুঞ্জুরুল হক, সদস্য প্রকাশ সাহা, আতিকুল ইসলাম,
শুভাকাঙ্খী খাইরুল কবির সোহাগ, কাশবন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোখলেছুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
Good news
Good