২৮ Jun, ২০২৩
ছবি: ধুনটে চৌকিবাড়ি ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বগুড়ার ধুনটে চৌকিবাড়ি ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ধুনট শেরপুরের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ পুত্র ও শেরপুর উপজেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভির সু-স্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭ জুন বাদ আছর পাঁচথুপী বাজার এলাকার নুরানী তালি'মুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের আহবায়ক জুয়েল রানার সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজ আহম্মেদ, ইঞ্জিল আলী, চৌকিবাড়ি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুন্নবী স্বাধীন, যুগ্ম আহবায়ক বাবুল খান, গোপালনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক মমিন হোসেন, যুগ্ম আহবায়ক আল ইমরান সজল, মথুরাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক, সেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদ, জ্যাকি ছাত্রদল নেতা শহিদুজ্জামান এ্যানি, সিয়াম, রিফাত, জিয়া সাইবার ফোর্স নেতা জাকারিয়া হোসেন, শাহাদত হোসেন, হিরণ মাহমুদ, সুমন হোসেন, শিপন মাহমুদ, হাসান মাহমুদ, লিমন হোসেন প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং আসিফ সিরাজ রব্বানী সানভির রোগ মুক্তি ও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।