৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / আইন-আদালত / বিশেষ সংবাদ / অপরাধ

ধুনটে বাঙ্গালী নদী থেকে বালু উত্তোলনের  দায়ে জরিমানা

২৭ জানুয়ারী, ২০২৫

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: অবৈধভাবে বাঙালি নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার ধুনটে অবৈধভাবে বাঙালি নদী থেকে বালু উত্তোলনের অপরাধে আব্দুল করিম (৬৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ গুলো ধ্বংস করেন প্রশাসন। সোমবার ২৭ জানুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এই অভিযান পরিচালনা করেন।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন একটি চক্র।

পরে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আইনে ওই গ্রামের মৃত সরাফত উল্লাহর ছেলে আব্দুল করিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চলমান থাকবে।

এসময়  পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বলেও জানান তিনি।

Related Article