৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

বগুড়ার ধুনটে তিন বছর অফিস না করেও লাখ টাকার বেতন নেন সেলিম রেজা

০৬ জানুয়ারী, ২০২৫

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: বন্ধ কমিউনিটি ক্লিনিক

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের সেচ্ছাসেবক লীগ সভাপতি ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সেলিম রেজা তিন বছর অফিস না করেও বেতন ও অন্যান্য সুবিধা নিয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি ক্লিনিকের বরাদ্দকৃত ওষুধ বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করেছেন।

স্থানীয়রা জানান, সেলিম রেজা তার বাড়ির কাছে একটি ফার্মেসি থেকে এসব ওষুধ বিক্রি করতেন। পাশাপাশি চাকরি দেওয়ার নামে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নেন। স্থানীয়রা একবার তাকে ধরে গরু বাঁধার রশি দিয়ে বেঁধে রাখলেও প্রভাবশালী নেতাদের সহায়তায় সে পার পেয়ে যায়।

গোপালনগর ইউনিয়নের একটি ক্লিনিক দীর্ঘদিন বন্ধ থাকায় স্থানীয়রা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। ক্লিনিকটি বর্তমানে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির জানান, সিএইচসিপিদের কার্যক্রম পর্যবেক্ষণে তাদের কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই। সেলিম রেজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Related Article