০৮ মার্চ, ২০২৪
ছবি: ধুনটে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বগুড়ার ধুনটে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ শুক্রবার সকালে শোভাযাত্রার রেলি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খানের সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি,আই,এম নুরুন্নবী তারিক, বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি শিল্পী খাতুন,এসিল্যান্ড নুরুল আমীন চাঁন, উপজেলা ইন্জিনিয়ার প্রকৌশলী মনিরুল সাজ রিজন সহ ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।