২৩ Jun, ২০২৪
ছবি: আ’লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ই জুন) দুপুরে ধুনট শহরের বিভিন্ন সড়ক র্যালী ও প্রদক্ষিণ শেষে উপজেলার মুজিব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি,আই,এম নূরুন্নবী তারিক ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হাই খোকন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস,এম মাসুদ রানা, তোজাম্মেল হক ও মাসুদুর রহমান বাচ্চুসহ উপজেলা আওয়ামী লীগের সকল সদস্য, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।