৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি / বিশেষ সংবাদ / সারাদেশ

ধুনটে আ.লীগ নেতাদের ভাইরাল কর্মকান্ডে তোলপাড় রাজনৈতিক অঙ্গন

২৫ অগাস্ট, ২০২৩

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: আ.লীগ নেতাদের ভাইরাল ছবি

বগুড়ার ধুনটে আ.লীগের ২ গ্রুপের পাল্টাপাল্টি ভাইরাল কান্ডে উপজেলা জুড়ে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন, আলোচনা-সমালোচনা। 

এসব ভাইরাল কান্ডে সাধারণ  মানুষের ভাবনা ও দৃষ্টিভঙ্গি মোড় নিচ্ছে অন্য দিকে। যা রাজনৈতিক প্রতিপক্ষের জন্য অনেকটাই পজেটিভ সাইন বলে মনে করেন অনেকে। প্রকৃত পক্ষে কোন রাজনৈতিক দলই এমন ভাইরাল কান্ড পছন্দ করেনা। রাজনৈতিক মাঠে পজেটিভ সাইন হলেও, উপজেলাবাসী হিসেবে পজেটিভ বলে কিছু নেই। 

তবুও ভাইরাল ইস্যুটা অনেকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে এটাই স্বাভাবিক। উপজেলার বিভিন্ন চা ষ্টলে দেখা যায়, সাধারন মানুষ অকপটে বলে দিচ্ছি উপজেলার জন্য এটা বড়ই লজ্জার। আওয়ামী লীগের নেতাদের এমন কান্ডে রাজনৈতিক প্রতিপক্ষ যে খুশি এমনটাও ভাবা ভুল হবে।

 এমন কর্মকান্ডে অন্যান্য রাজনৈতিক দলসহ দুঃখ প্রকাশ করেছে অনেকে। ভাইরাল কান্ডে গোটা উপজেলা আজ প্রশ্নবিদ্ধ।

গত ১৮ আগস্ট হারি প্রসাদ নামে ফেসবুক আইডি থেকে ২টি ছবি ছাড়া হয়। এরপর থেকে ছবিগুলো বিভিন্ন ফেসবুক আইডি ও ফেসবুক গ্রুপে দেখা যায়। ২১ আগস্ট সোমবার সকালে আওয়ামীলীগ নেতা আলেফ বাদশার মাদক সেবনের ছবি গুলো গণমাধ্যম কর্মীদের নজরে আসে। 

ছবি ভাইরাল হবার পর থেকে দলের নেতাকর্মীদের মাঝে আলোচনা-সমালোচনা ঝড় উঠেছে। ছবিগুলো শেয়ার করে তাকে মাদক ব্যবসায়ী বলে দাবিসহ তাকে দল থেকে বহিস্কার ও শাস্তি দাবি করেন অনেকে।

 ছবিতে দেখা যায় বাসার একটি কক্ষে সোফার পাশে প্লাস্টিকের চেয়ারে বসে কলকি হাতে গাঁজা সেবন করছেন আলেফ বাদশা। মাদকাসক্তে তিনি বেসামাল অবস্থায় বসে আছেন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আলেফ বাদশা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন আমাকে হেয় প্রতিপন্ন ও আমার সম্মান নষ্ট করতে এ ধরনের এডিট করা ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি বলেন, শোকের মাসে ফেসবুকে ভাইরাল হওয়া আওয়ামীলীগ নেতার মাদক সেবনের ছবি আমাদের দলের জন্য লজ্জাজনক। এ বিষয়ে দলের অন্যান্য নেতার সাথে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ২৩ আগষ্ট বুধবার মাদক সেবনের ছবি ভাইরাল কান্ডে চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশার বহিস্কার সহ গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। 

ওই দিন বিকেলে উপজেলার চিকাশী ইউনিয়নের মফিজ মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অর্ধনগ্ন অবস্থায় মাদক সেবন করে আওয়ামীলীগ ও এলাকার ভাবমূর্তি এবং পরিবেশ নষ্ট করায় তাকে দল থেকে বহিস্কার এবং আইনের আওতায় এনে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী এই মানবন্ধন কর্মসূচি পালন করে।

এবিষয়ে ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক বলেন, কোন ব্যক্তির অপরাধ কোন ভাবেই দল বহন করবে না। তাই বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে ২২ আগস্ট মঙ্গলবার রাতে অরুন্ধতী অরুন্ধতী, মজিবুর রহমান মজনু সমর্থক ও আল মাসুদ নামে ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন আলম মদ্যপ অবস্থায় নারী নিয়ে নাচের ৩ মিনিট ৩৮ সেকেন্ডের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। ২৩ আগস্ট বুধবার ভিডিওটি গণমাধ্যম কর্মীদের নজরে আসে। 

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মহসীন আলম বলেন, প্রায় এক বছর আগে আমাকে ব্ল্যাকমেইল করে ভিডিওটি করা হয়েছে। ওই সময় শারীরিকভাবে আমি খুবই অসুস্থ ছিলাম। তখন আমি কিছু বুঝতে পারিনি। বর্তমানে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন আমাকে হেয় প্রতিপন্ন ও মান সম্মান নষ্ট করার জন্য এটা করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  

ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক বলেন, আওয়ামী লীগ নেতার ভিডিওটি দেখে আমি খুবই বিব্রত হয়েছি। এটা কারো জন্যই কাম্য নয়। আমাদের দলের জন্য লজ্জাজনক। এ বিষয়ে দলের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ঘটনা যেটাই হোক তা অবশ্যই রাজনৈতিক প্রতিপক্ষের হাতিয়ার হিসেবে রূপ নিতে পারে এটাই স্বাভাবিক। এমন শুধু উপজেলা আওয়ামী লীগ নয়, দলমত নির্বিশেষে দেশের অন্যান্য উপজেলার কাছে এটি লজ্জার। কে কোন গ্রুপের নেতা সেটা বড় কথা নয়, যে অপরাধ করে সে অপরাধি, কোন অপরাধ যদি দলের ভাবমুর্তি নষ্ট করে তাহলে দল সেটা তদন্ত করে ব্যাবস্থা নেবে। এরকম হাজারও মন্তব্যে চুমুকে খোশ গল্পে মত্ত চা ষ্টলে অনেকে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good