৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং

২৪ অক্টোবর, ২০২২

মাইন উদ্দিন,
মহানগর দক্ষিণ যাত্রাবাড়ি থানা (ঢাকা) প্রতিনিধি

ছবি: ঘূর্ণিঝড় সিত্রাং

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে সিত্রাং এ রুপ নিয়েছে। রোববার সন্ধ্যা ৬ টার দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস,ঘূর্ণিঝড় মোকাবেলায় দেশের সব গুলো সমুদ্র বন্দর কে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া বিধরা বলে স্বাভাবিকের চেয়ে ৫-৭ ফুট জলোচ্ছ্বাস হতে পারে, ধারনা করা হচ্ছে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরে নাগাদ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়  সিত্রাং।  

হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ ভোর থেকে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 আরও ১০০ কি.মি কাছে চলে এসেছে ঘূর্ণিঝড় সিত্রাং

এ ছাড়া দেশের অন্যত্র পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীসহ সারাদেশেই বৃষ্টি শুরু হয়েছে। তা আস্তে আস্তে বাড়তে থাকবে। বিশেষ করে উপকূল অঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে বলে জানিয়েছেন, এবং উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good