২৫ জানুয়ারী, ২০২৩
ছবি: শ্রদ্ধা নিবেদন করছেন নবগঠিত নরসিংদী জেলা আওয়ামিলীগ
বুধবার (২৫জানুয়ারি) সকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি. এম তালেব হোসেন ও সাধারন সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নবগঠিত পুর্নাঙ্গ কমিটির নেতৃবৃন্দ ধানমন্ডি-৩২ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ও বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন।
এর আগে গত ১৭ ই সেপ্টেম্বর ২০২২ এ অনুষ্ঠিত হয় নরসিংদী জেলা আওয়ামিলীগ এর সম্মেলন। সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সকল জল্পনা কল্পনার অবাসান ঘটিয়ে জেলা আওয়ামিলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন জি এম তালেব হোসেন ও পীরজাদা কাজী মোহাম্মদ আলী।
তারপর গত ১৯ জানুয়ারী জেলা আওয়ামিলীগ এর পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ত্যাগী ও বিদ্রোহী প্রার্থীরা ও স্থান পায় নবগঠিত জেলা আওয়ামিলীগ কমিটিতে। এজন্য দলীয় নেতা কর্মী সহ সকলেই সন্তুষ্টি প্রকাশ করেন নবগঠিত কমিটি নিয়ে।
Good news
Good