০৭ মার্চ, ২০২৩
ছবি: বিষাক্ত কীটনাশক প্রয়োগ করা জমি
গাইবান্ধার সাদুল্লাপুরে পুর্ব শত্রুতার জের ধরে অবৈধ ভাবে জমি দখল করতে না পেরে রাতের অন্ধকারে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে জমির ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে ৬ মার্চ সোমবার বিকেলে সরেজমিন তথ্যানুসন্ধানে যানাযায়, সাদুল্লাপুর উপজেলার মহিপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল মান্নান জানান, উপজেলার মহিপুর মৌজার জেএল নং ১৫৩ দাগ নং সাবেক দাগ নং ১১১৭ বর্তমান হাল দাগ ১৯২২ জমির পরিমান ১৭ শতাংশ।
উক্ত উক্ত জমিকে কেন্দ্র করে একই উপজেলার মহিপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে, ইদ্রিস আলী, ও তছলিম উদ্দিন গংদের সাথে বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় ৩ মার্চ গভীর রাতে তারা সংঘবদ্ধ হয়ে জমির ফসলহানি করার উদ্দেশ্যে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে। ফলে ১৭ শতাংশ জমির সব ধান পুরে নষ্ট হয়ে গেছে।
তিনি এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Good news
Good