২৮ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: বাংলাদেশে খুললো আর্জেন্টিনার দুতাবাস। (সংগৃহিত)
আর্জেন্টাইন ফুটবলের প্রতি নিখাঁদ ভালোবাসার হলো জয়। বাংলাদেশি ভক্তদের ফুটবল উন্মাদনায় আভিভুত মেসির দেশ। দীর্ঘ ৪৫ বছর পর ঢাকায় উদ্বোধন হলো আর্জেন্টিনার দুতাবাস।
২৭শে ফেব্রুয়ারি , সোমবার বিকাল ৪টায়, রাজধানীর বনানীতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারো এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পতাকা উত্তোলন ও ফিতা কেটে দুতাবাস উদ্বোধন করেন।
কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন ফুটবলের প্রতি বাংলাদেশের জনগনের সমর্থন এবং আর্জেন্টিনার জয়লাভে বাংলাদেশি সমর্থকদের উচ্ছাস সেদেশের মূলধারার গনমাধ্যমে ফলাও করে প্রচার হয়। এরপর দুইদেশের জনগনের মধ্য থেকেই দুতাবাস পুনঃস্থাপনের দাবী উঠে।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ বাংলাদেশের মানুষের বিশ্বকাপে সমর্থনের কথা আমরা কখনোই ভুলবোনা। তারা আমাদের পতাকা নিয়ে ঘুরেছে, আনন্দ করেছে’। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন।
রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন ফুটবল লিজেন্ড লিওনেল মেসির বাংলাদেশ সফরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।