৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

প্রতিটি জেলায় নদী অবৈধ দখল ও দূষণমুক্ত করা হবে -উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

০৬ নভেম্বর, ২০২৪

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: সাংবাদিকদের ব্রিফ করছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, দেশের ৬৪ জেলায় প্রাধিকার ভিত্তিতে একটি করে নদী অবৈধ দখলমুক্ত এবং দূষণমুক্ত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

তিনি জানান, প্রতিটি জেলার জেলা প্রশাসকদের নদী রক্ষায় ব্যয় সাশ্রয়ী কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি জেলা ইতোমধ্যে তাদের পরিকল্পনা জমা দিয়েছে। টাঙ্গাইলে লৌহজং নদীকে দখলমুক্ত ও দূষণমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনকালে তিনি কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, কুমুদিনী হাসপাতাল, ভারতেশ^রী হোমস এবং ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষা প্রকল্পও পর্যবেক্ষণ করেন। এসময় একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক মিস প্রতিভা মুৎসুদ্দী তাকে স্বাগত জানান।

পরিদর্শনকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, এবং কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় উপস্থিত ছিলেন।

Related Article