১৭ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: মতবিনিময় সভার একাংশ
টাঙ্গাইলের দেলদুয়ারে দেউলি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের বাস্তবায়ন আলোকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেউলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত এলাকার বাসীন্দাদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।
বক্তব্যতে তিনি বলেন ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ আ’লীগের ইশতেহারে ছিল আমরা ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হবে। আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করতে পেরেছি।
এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা আগামী ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে একটি স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বড় সমুদ্রসীমা জয় করতে পেরেছি। আগামীতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপনের মাধ্যমে আমরা এই সমুদ্রসীমা থেকে বিভিন্ন ধরনের সামগ্রিক সম্পদ আরোহন করতে টেকনোলজির সহযোগিতা নিতে পারবো, দেশকে বহিশত্রুর আক্রমন হতে রক্ষা করতে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারব এবং সমগ্র বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত করতে পারব।
রাজনীতির বিষয়ে একটি কথা বলতে চাই, আমি আমার দায়বদ্ধতা থেকেই এই দেলদুয়ার নাগরপুরে রাজনীতি করতে এসেছি। আমার বেড়ে ওঠা নাগরপুরেই। এখান থেকে নিয়ে যাওয়ার কিছু নেই। আপনারা আমাদেরকে যা দিয়েছেন সেই দায়বদ্ধতা থেকেই দেলদুয়ার নাগরপুরের মানুষের জন্য কিছু করার লক্ষ্যে রাজনীতি করতে এসেছি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নাগরপুর দেলদুয়ারে নৌকা মনোনয়ন প্রার্থী আপনাদের সবার দোয়া ও ভালবাসা চাই, মনোনয়নের জন্য আপনাদেরকেই জনমত সৃষ্টি করতে হবে। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা নাগরপুর দেলদুয়ারের সন্তানকেই মনোনয়ন দেবেন।আমরা একটি স্মার্ট দেলদুয়ার নাগরপুর গড়ার লক্ষ্যে আসুন ঐক্যবদ্ধভাবে সকলকে সাথে নিয়ে কাজ করে যাই।
দেউলী ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য শফিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দেউলী ইউনিয়ন আ.লীগ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ৪ নং ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস সহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম এনজাল, নাগরপুর ইউনিয়ন আওয়ামিলীগ সহ-সভাপতি, রাম কৃষ্ণ সাহা রামা বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখার তথ্য সম্পাদক, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আসাদুজ্জামান নাদিম, যুবলীগ নেতা সজন মাহমুদ, খন্দকার সিয়াম, শামীম প্রমূখ।