০৯ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: অতিথিবৃন্দ ও সম্মানিত ব্যক্তিবর্গ
টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যােগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ে আজ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা পারভীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তি আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল আজিজ খান (চানখা), সাধারণ সম্পাদক এস. এম. ফেরদৌস আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আজাদ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ অপু তালুকদার (শিপলু), সদস্য সচিব মোঃ বাবলু চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কালাম তালুকদার, সদস্য সচিব মোঃ সোলায়মান মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সোহানুর রহমান সোহেল প্রমুখসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।