১৪ ডিসেম্বর, ২০২২
ছবি: স্বর্গীয় মাষ্টার শ্রী অজিত কুমার দে
ডা: আশীষ দে'র গর্বিত পিতা মাস্টার অজিত কুমার দে'র মৃত্যু বার্ষির্কী আজ বুধবার। তিনি আজকের দিনে ২০১৬ ইং সনে ১৪ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
স্বর্গীয় মাস্টার অজিত কুমার দে তাঁর জীবদ্দশায় জীবনের পুরো সময় ব্যয় করেছেন শিক্ষকতার মতো মহান পেশায়। তিনি দ্বীপ উপজেলা মহেশখালীর দক্ষিণ হিন্দু পাড়ার নিবাসী ছিলেন।
মৃত্যুকালে মহান এই মানুষটি ২ পুত্র ও ৪ কন্যা রেখে গেছেন। তাঁর বড় ছেলে মহেশখালী উপজেলার ঘোনাপাড়াস্থ মওদুদ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ দে, মেজো ছেলে এমবিবিএস, এফসিপিএস শিশুরোগ বিশেষজ্ঞ আশিষ দে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবং বড় মেয়ে অর্পিতা দে, মেজো মেয়ে শিপ্রা দে, সেজো মেয়ে শ্রাবনী দে, আন্না ছোট মেয়ে পান্না দে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে স্বর্গীয় মাস্টার অজিত কুমার দে এর মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছেন সনাতনী বার্তা পরিবার। ডা: আশীষ দের হাতে শ্রদ্ধাঞ্জলী তুলে দেন সনাতনী বার্তার প্রকাশক পলাশ সুশীল, সম্পাদক সাংবাদিক শিপন পাল, নির্বাহী সম্পাদক কাজল কান্তি দে ও হিন্দু মহাজোটের সহ-সভাপতি স্বপন কান্তি দে।
Good news
Good