৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

চট্টগ্রামে অপহৃত শিশু কক্সবাজারে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

১০ নভেম্বর, ২০২২

মোঃ সোলায়মান,
ডাবলমুরিং উপজেলা ( চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: অপহরণের অভিযোগে গ্রেপ্তারকৃত নারী।

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী নাফিজা আক্তার সুমীকে (২০) গ্রেপ্তার করা হয়। 

৯ নভেম্বর বুধবার কক্সবাজারের কুতুবদিয়ার বগাডেইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। তিনি বলেন, ‘কক্সবাজার জেলার বাসিন্দা জমির উদ্দীন স্ত্রী-সন্তান নিয়ে কল্পলোক এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। ওই বাসায় নাফিজা আক্তার সুমী সাবলেট হিসেবে থাকতেন। 

গত ৭ নভেম্বর সকালে পাঁচ মাস বয়সী শিশু আসমাউল হোসনাকে সুমির কোলে দিয়ে গোসল করতে যান মা তাসলিমা আক্তার। বের হয়ে তিনি দেখেন তার মেয়ে ও নাফিজা আক্তার সুমী নেই। পরে অনেক খোঁজাখুঁজির পর বাসায় এসে দেখেন তার ব্যবহৃত মোবাইল ও নগদ ২ হাজার টাকা নিয়ে সুমি পালিয়েছে। পরে এ ঘটনায় গতকাল তিনি থানায় মামলা দায়ের করেন।’

তিনি আরও বলেন, ‘মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নাফিজা আক্তার সুমীর অবস্থান শনাক্ত করা হয়। গতকাল বুধবার কুতুবদিয়া থানার বগাডেইল এলাকা থেকে অপহৃত শিশু আসমাউল হোসনাকে উদ্ধার করা হয়। এসময় নাফিজা আক্তার সুমিকেও গ্রেপ্তার করা হয়। এছাড়া তার কাছ থেকে চুরি করা মোবাইল ও নগদ টাকাও উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা রুজু করে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।’

Related Article