২৬ নভেম্বর, ২০২২
ছবি: চন্দনাইশে ইসলামী কিন্ডার গার্টেনের বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের একাংশ
চট্টগ্রামের চন্দনাইশে আব্দুল হাফেজ মাজেদা বেগম কিন্ডার গার্টেনের ৩য় শ্রেণির ২০তম সমাপনী ব্যাচের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৬ নভেম্বর ) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে গারাঙ্গিয়া দরবার শরীফের খলিফা হাফেজ মাও. ক্বারী আব্দুল মাবুদের সভাপতিত্বে এবং কাজী আব্দুল হাকিম ও হাফেজ মাও. আব্দুর রহিমের এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফজলুল হক সিরাজি জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, আমির মোহাম্মদ সাইফুদ্দিন, কাজী মহিউদ্দিন, আহমদর রহমান, মাষ্টার মনিরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলগীর, আব্দুর রহমান, মাও. আব্দুল মাবুদ, এড. সোহেল আরমান, এমরান চৌধুরী দাতা সদস্য মালেকা মনোয়ারা আক্তার জাহান সিরাজী প্রমুখ।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও বিদায়ী শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনায় মুনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।