১০ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: খুরুশকুলে শ্রীশ্রী জগন্নাথ ধাম
শ্রীশ্রী শিবকল্পতরু শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ধ্যানাশ্রিত শ্রীমৎ স্বামী জগন্নাথানন্দ পুরী গুরু মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত শ্রীমৎ স্বামী জগন্নাথানন্দ পুরী গুরুমহারাজের পূণ্যপীঠ শ্রীশ্রী জগন্নাথ ধাম' প্রাঙ্গণে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব আজ থেকে শুরু হচ্ছে। ৩ দিনব্যাপী অনুষ্ঠানে ঋষিধ্বজা উত্তোলন, শুভ অধিবাস, গুরুপূজা, ভক্তিমূলক সঙ্গীত, দীক্ষানুষ্ঠান ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাযজ্ঞ চলবে।
অনুষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছেন, ১০ ফেব্রুয়ারী শুক্রবার শুভ অধিবাস, ১১ ফেব্রুয়ারী শনিবার অহোরাত্র মহানামযজ্ঞ, ১২ ফেব্রুয়ারী রবিবার ঊষালগ্নে নামযজ্ঞের পূর্ণাহুতি ও ঋষি তপস্বী, সাধু-সন্ন্যাসী, বৈষ্ণব, ভক্ত-শিষ্য বিদায়, পদঃরজ গ্রহণ ও পরিসমাপ্তি ঘোষণা।
সমগ্র অনুষ্ঠানে পৌরহিত্য করবেন, শ্রীমৎ স্বামী জগন্নাথানন্দ পুরী গুরু মহারাজ-প্রতিষ্ঠাতা অধ্যক্ষ-শ্রীশ্রী জগন্নাথ ধাম, পালপাড়া, খুরুশকুল, কক্সবাজার ও শ্রীশ্রী জগন্নাথ ঋষি আশ্রম, পাগলির আপা, ৩নং ফাঁসিয়াখালী, লামা, বান্দরবান পার্বত্য জেলা ও শ্রীশ্রী জগন্নাথ ঋষি মঠ ও মিশন, মরিচ্যা, ধুরুংখালী, উখিয়া, কক্সবাজার ও শ্রীশ্রী জগন্নাথ রাধা গোবিন্দ সেবাশ্রম, পশ্চিম চৌধুরী পাড়া (বনরূপা পাড়া), বিজিবি ক্যাম্প, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার।
এছাড়াও যজ্ঞ চলবে শ্রীশ্রী জগন্নাথ ধাম, শ্রীমৎ স্বামী জগন্নাথানন্দ পুরী শুরুমহারাজের পূণ্যপীঠ, পালপাড়া, খুরুশকুল, কক্সবাজার। নাম সংকীর্তন শুনাবেন বিশ্ববন্ধু সম্প্রদায়-
গোপালগঞ্জ, রামকৃষ্ণ সম্প্রদায় ভোলা। শ্রীমৎ স্বামী জগন্নাথানন্দ সম্প্রদায়- চট্টগ্রাম, শ্রীচৈতন্য সম্প্রদায়-চট্টগ্রাম। মহতী অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।
ধন্যবাদ 🌸💚
Good news