২৩ সেপ্টেম্বর, ২০২২
ছবি: ছবি:
অষ্ঠম শ্রেনীর ছাত্রী হত্যাকান্ডের ঘটনায় আসামী গ্রেফতার ও সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং।
অদ্য পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে মাইজদী পৌরস্থ লক্ষীনারায়নপুর এলাকার অষ্টম শ্রেনীর ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা(১৪) হত্যাকান্ডের ঘটনায় আসামী গ্রেফতার সংক্রান্তে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং প্রদান করেন জনাব মোঃ শহীদুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার নোয়াখালী।
এসময় উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার জনাব দীপক জ্যোতী খীসা,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নোয়াখালী, জনাব মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোয়াখালী, জনাব নাজমুল হাসান রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নোয়াখালী সহ ডিআইও -১,অফিসার ইনচার্জ সুধারাম মডেল থানা সহ সকল সাংবাদিক বৃন্দ।
তৃতীয় আসামি গ্রেফতার সম্পর্কে বলেন-
তদন্ত কালে গোপন সূত্রে জানা যায় জনৈক রনি নামে এক ব্যাক্তির কাছে ভিকটিম অদিতা প্রাইভেট পড়ত। রনির কাছে হঠাৎ করে অদিতা প্রাইভেট পড়তে অনিহা প্রকাশ করে ফলে অদিতা নতুন প্রাইভেট টিউটরের নিকট পড়া শুরু করে। এতে রনি নাখোশ হয়। রনির ঘাড়ে আচঁড়ের দাগ আছে মর্মে সংবাদ পাওয়া যায়। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে রনিকে আটক করা হয়। পরবর্তিতে তার মাথায়, ঘাড়, গলার উপরের অংশে নখের আচড়ের দাগ পাওয়া যায় তার প্রেক্ষিতে রনিকে গ্রেফতার করা হয়।রনি উক্ত হত্যা মামলায় সরাসরি জড়িত মর্মে প্রাথমিক ভাবে সাক্ষ্য প্রমান পাওয়া যাচ্ছে।
৩। গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ-
১। রনি (২০), পিতা-খলিল মিয়া, সাং-লক্ষীনারায়ণপুর, সাং-লক্ষীনারায়ণপুর, ২। মোঃ সাঈদ (২০), ৩। ইসরাফিল আলম (১৪), উভয় পিতা-অজি উল্যাহ, সাং-লক্ষীনারায়ণপুর, সর্ব থানা-সুধারাম, জেলা-নোয়াখালী।
৪। জব্দকৃত/উদ্ধারকৃত আলামত ক) ০১(এক) টি রক্তমাখা ছুরি।
৫। মামলার বিবরণ: ঘটনার বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।
৬। আসামীদের পিসি/পিআর: