০১ অগাস্ট, ২০২৪
ছবি: ছাত্র দল নেতা ফখরুল আলমের বাসায় পুলিশি অভিযান।
সুনামগঞ্জের ছাতকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে জামায়াত -শিবির ও ছাত্র দলের নাশকতা ও ভাংচুরের দায়ে মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার রাতে শহরের মন্ডলী ভোগস্থ ছাতক থানা ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফখরুল আলমের বাসায় ও এক পুলিশি অভিযান চালানো হয়।
জানাযায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ফখরুল আলমের অনলাইন এক্টিভিটিস ও সরকার বিরোধী নাশকতা মূলক কর্মকান্ডের মন্তব্যর জন্য পুলিশ অভিযান চালায়।
এ ছাড়াও দফায় দফায় ছাত্র লীগ নেতারা তার বাসায় হামলা ভাংচুর ও হত্যার হুমকির অভিযোগ করেন ফখরুল আলমের পরিবারের লোকজন। ফখরুল আলমের বোন ফাতেমা বেগম জানান আমাদের বাসায় আমার ভাই ফখরুল আলমকে নাশতার দায়ে ধরে নিতে পুলিশ অভিযান চালায়।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান আমরা কাউকে বিনা অপরাধে গ্রফতার বা হয়রানি করছি না।তবে নাশকতার সাথে যেই জড়িত থাকবে তাকে আইনের আওতায় আনা হবে।
Good news
Good