১৭ Jul, ২০২৩
ছবি: ছাতকের শ্রেয়া সরকারের সুনামগঞ্জ জেলায় জাতীয় শিশু পুরস্কার লাভ।
সুনামগঞ্জের ছাতক চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শ্রেয়া সরকার জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা ২০২২-২০২৩ সুনামগঞ্জ জেলায় রবীন্দ্র ও উচ্চাঙ্গসংগীতে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর হাত থেকে পুরুষ্কার গ্রহন করছে।
১৬ জুলাই রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি হাসন রাজা মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে আলোচনা সভা সনদ পত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে শ্রেয়া সরকারের হাতে পুরুষ্কার তোলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
শ্রেয়া সরকারের পিতা চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অমরেশ সরকার সঞ্জু ও মাতা প্রগতি তালুকদার মেয়ের সাফল্যের জন্য সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।
Good news
Good