৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / আইন-আদালত

ছাতকে ভেজাল বিরোধী অভিযানে ভোক্তা অধিকার আইনে জরিমানা

১৯ সেপ্টেম্বর, ২০২৪

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে ভেজাল বিরোধী অভিযানে ভোক্তা অধিকার আইনে জরিমানা।

ছাতকে ভেজাল বিরোধী অভিযান
ভোক্তা অধিকার আইনে জরিমানা।

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের খাদ্য জাতীয় প্রতিষ্ঠান গুলোতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে এক ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী বৃহস্পতিবার সকালে শহরের ট্রাফিক পয়েন্টের সরস্বতী ফল ভান্ডারে প্রকাশ্য মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উর্ত্তিন্ন ফল রাখার অপরাধে ৫ হাজার টাকা একই আইনে ও ধারায় মন্ডলী ভোগস্থ ঢাকা রয়েল বেকারি ও ঢাকা বেকারিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান এ আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও   নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাছির।

এসময় উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর রুপক ভেনার্জী,ভূমি অফিসের নাজির নবজ্যোতি চক্রবর্তী মোহন। এ ছাড়া অভিযান কালে ছাতক থানার এক দল পুলিশ উপস্থিত ছিলেন।
 

Related Article