৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে ভারিবর্ষন আর অতিবৃষ্টির ফলে বাঁশ টিলা মাঝ পাড়া জামে মসজিদের ভবনে ফাটল

০৭ অক্টোবর, ২০২৪

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে ভারিবর্ষন আর অতিবৃষ্টির ফলে বাঁশ টিলা মাঝ পাড়া জামে মসজিদের ভবনে ফাটল

 

 সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাঁশ টিলা মাঝ পাড়া জামে মসজিদের ভবনে ফাটল দেখা দিয়েছে।

জানা যায় সম্প্রতি ভারিবর্ষন আর অতিবৃষ্টির ফলে নবনির্মিত ভবনের চার পাশের মাটি সরে যাওয়ায় মূল ভবনের ফ্লোরে এমন ভাবে ফাটল দেখা দিয়েছে যা মুসল্লী গন সঠিক ভাবে নামাজ আদায়ে ব্যঘাত ঘটছে।

এদিকে বারান্দার মাটি ধ্বসে যাওয়ায় শুক্রবারে জুমার নামাজ আদায়ে মুসল্লী দের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মসজিদটি দুর্গম এলাকায় হওয়ায় সরকারি বেসরকারি দান অনুদান সহজে না পৌছায়  আল্লাহর ঘর এ মসজিদটিতে বিত্তবান দের সাহায্য সহযোগিতা কামনা করেছেন মসজিদের মুতওল্লী ও এলাকাবাসী। 

চাইলে, রড,সিমেন্ট, ইট,পাথর,বালু,দিয়ে  সহযোগিতা করতে 

মোবাইল নাম্বার ও ব্যাংক হিসাব নাম্বার প্রয়োজনেঃ মাওঃনোমান আহমদ কোষাধ্যক্ষ 
 

বিকাশ, ইমু ও মোবাইল 01716-896972

জনতা ব্যাংক ছাতক শাখা। বাঁশটিলা মাঝপড়া জামে মসজিদ  হিসাব নাম্বার ০১০০২৩১৫৯৮২৩০

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good