০৯ নভেম্বর, ২০২২
ছবি: পূর্বাঞ্চলীয় বন্যায় রিকভারি এসেসম্যান্ট পরামর্শক কর্মশালা
সুনামগঞ্জের ছাতকে ইউ এন ডি পি বাংলাদেশের উদ্যোগে উত্তর পূর্বাঞ্চলীয় বন্যায় রিকভারি এসেসম্যান্ট পরামর্শক কর্মশালা সম্পন্ন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন, ইউ এন ডি পি বাংলাদেশের কো-অর্ডিনেটর শুভ্র রায়,আবু কায়ছার, উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজিব চক্রবর্তী,উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান, সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আহমদ, এডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মাছুম মিঞা,উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসের উপ -সহকারী প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী,উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয় প্রমূখ।
Good news
Good