০৬ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে ট্রান্সফর্মিং লাইভসের উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

১৪ জানুয়ারী, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে ট্রান্সফর্মিং লাইভসের কর্মশালা অনুষ্ঠিত


সুনামগঞ্জের ছাতকে এফ আই বি ডি বির সহযোগিতায় ও ট্রান্সফর্মিং লাইভস প্রকল্পের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হল রুমে মঙ্গলবার সকালে শিশুদের শুধু মায়ের দুধ খাওয়ানোর জন্য উপযোগী পরিবেশ তৈরির উদ্দেশ্য উপজেলা পর্যায়ে  এক পরামর্শ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুসরাত আরিফিন।

এফ আই ভি ডিবির ট্রান্সফর্মিং লাইভস প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ শহিদুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুর রহমান, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রান্সফর্মিং লাইভস প্রকল্প ব্যবস্থাপক ড. যতন ভৌমিক,

ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন,  এফ আই ভি ডিবির প্রকল্প সমন্বয় কারি নীহার সিংহ, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের পুষ্টি বিদ রোমানা শারমিন, আসাদ উল্লাহ আনসারি,এফ আই ভি ডিবির এম এন্ড ই কর্মকর্তা ফাহমিদা কবির চৌধুরী প্রমূখ।

কর্মশালায় সভাপতির বক্তব্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিন বলেন শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প নেই।

এ বিষয়ে সরকারি আইন রয়েছে কেউ যেন এর ব্যত্তয় ঘটাতে না পারে। তাই সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা গুলোও তাদের নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছে। মায়েরা শিশুদের দুধ খাওয়ানোর ব্যায়াপারে সতর্ক থাকলে সমাজের লোকজন আরো সচেতন হয়ে উঠবে। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good