০৬ জানুয়ারী, ২০২৩
ছবি: ছাতকে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব উপলক্ষে র্যালী
সুনামগঞ্জের ছাতকে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম জন্ম মহোৎসব উপলক্ষে দিন ব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের মন্ডলী ভোগস্থ৷ সৎসঙ্গ কেন্দ্র হতে র্যলী বের হয়ে শহর পদক্ষিন করে। র্যালীতে উপস্থিত ছিলেন সৎসঙ্গ কেন্দ্রর সভাপতি মানিক চন্দ্র দাশ,সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাস, ঠাকুরের পাঞ্জাধারী কর্মি কালি চরন মন্ডল, গুন সিন্ধু চৌধুরী, সুকুমার দাস রঞ্জন,সৌরভ দাস,অরুণ চক্রবর্তী,গোবিন্দ মোহন সরকার, লিটন চন্দ, ছাতক নৌ পুলিশের উপ-পরিদর্শক অমিত ভট্রাচার্য,উৎসব উদযাপন কমিটির সভাপতি চম্পু দত্ত,সাধারণ সম্পাদক অমরেশ সরকার সঞ্জু,অর্থ সম্পাদক তপন পাল,জীবেশ চক্রবর্তী,চিত্ত রঞ্জন দাস, দিলীপ তালুকদার, কাজল রায়,ঝলক দাস,রাজনপাল,ভূপেন্দ্র কুমার দাস, বিধান তালুকদার, আরাধন দাস, রানু দাস,রুপক গোস্বামী প্রমূখ।দিনব্যাপী কর্মসূচী গুলোর মধ্যে ছিল ঊষা কীর্তন,সমবেত বিনতী প্রার্থনা,বিশ্ব শান্তি কামনায় নামজপ,কুইজ প্রতিযোগীতা,ধর্মসভা,মহাপ্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান
Good news
Good