১০ জানুয়ারী, ২০২৫
ছবি: ছাতকে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পৌষ মেলা পিঠা উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, কুইজ,বিতর্ক, বই পড়া প্রতিযোগীতা,পৌষ মেলা,পিঠা উৎসব ও সেরা বাউল অন্বেষণ এবং সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন করা হয়েছে।
৮ ও ৯ জানুয়ারি দুই দিন ব্যাপী অনুষ্ঠান গুলোর মধ্যে ছিল বৃহস্পতিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার মত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়ের সঞ্চালনায় ও সহকারী কমিশনার ভূমি আবু নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন,
উপ- প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সি এ জয়দেব চন্দ্র দেবনাথ, উপজেলা পরিষদের উপ- প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়,সার্টিফিকেট সহকারী কমলেশ চক্রবর্তী অপু, শিক্ষক আবুল কালাম, মহসিন মিয়া প্রমূখ।
সেরা বাউল অন্বেষণ প্রতিযোগীতা সহ নানা বিষয়ের উপর বিজয়ী দের জেলায় প্রতিযোগীতা গুলোতে অংশ গ্রহনের জন্য জেলায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাতে স্থানীয় শিল্পী দের বাউলা গানে মঞ্চ মুখরিত হয়ে উঠছে ছিল।
Good news
Good