১৩ অক্টোবর, ২০২৫
ছবি: ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
ছাতকে টাইফয়েড টিসিভি টিকাদান ক্যাম্পেইন শুরু।
সুনামগঞ্জের ছাতকে সারাদেশের ন্যায় টাইফয়েড (টিসিভি)টিকাদান ক্যাম্পেইন শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।
ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশের সর্বোচ্চ রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সোমবার সকালে শহরের বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আহমদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুয়েব আহমদ, ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, সিনিয়র সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল প্রমূখ।
ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও বিএনসিসির এবং স্কাউট সদস্য গণ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন সকল শ্রেণীপেশার লোকজনের সহযোগিতায় টিকাদান কর্মসূচী কে সফল করে তোলতে হবে।তবেই সরকারের লক্ষ্য পূরণ হবে। উপকৃত হবে দেশের জনসাধারণ।
Good news
Good