১০ অক্টোবর, ২০২৩
ছবি: ছাতকে সকলের ভালবাসায় সিক্ত বিদায়ী ইউএনও নুরের জামান চৌধুরী
সুনামগঞ্জের ছাতকে সকল শ্রেনীপেশার লোকজনের ভালবাসায় সিক্ত বিদায়ী ইউএনও নুরের জামান চৌধুরী। ৯ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদের উদ্যোগে ইউএনও নুরের জামান চৌধুরীকে পদোন্নতিতে বদলি জনিত কারণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন মিয়া, লিপি বেগম, পৌর সভার প্রতিষ্টাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী আফছার আহমেদ,
উপজলা আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, শামছুজ্জামান রাজা,ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, মাস্টার আওলাদ হোসেন, আব্দুল হক,সুফি আলম সোহেল, আবুল হাসনাত, নূরুল আলম,সুন্দর আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মকবুল আলী,
ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, এসএসকেএস ম্যানেজার স্বপ্না বেগম, উপপ্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুর রহমান, ইউ আর সি মোস্তফা আহসান হাবিব,উপজেলা আওয়ামী লীগ নেতা আজমান আলী, উপ-প্রসাশনিক কর্মকর্তা অরুণ অধিকারী,জয়নাল আবেদীন, জয়দেব চন্দ্র দেবনাথ প্রমূখ।
Good news
Good