৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে সিংচাপইড় ইউনিয়নে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি সার্জনের প্রশিক্ষন সম্পন্ন

১৩ Jul, ২০২৩

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে সিংচাপইড় ইউনিয়নে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি সার্জনের প্রশিক্ষন সম্পন্ন

 

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোেগে এবং সুনামগঞ্জ জেলা    প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এল ডি ডি পি)র' সহায়তায় ১৩ জুলাই বৃহস্পতিবার  সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের  মহদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  দুই দিন ব্যাপী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংচাপইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন মোহাম্মদ সায়েল। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন অনুষ্টনে প্রধান প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও ভেটেরিনারি সার্জন ডা.ইমান আল- হোসাইন। 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন   ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ,জেলা হাওর বাঁচাও আন্দোলনের নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী,  সদস্য জুৎস্না বেগম,সত্যরানী পাল,রফিকুল ইসলাম, আল-আমিন,।

প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্প্রসারন অফিসার ডা.সুমন আচার্য।  প্রশিক্ষন শুরুর আগে বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের মধ্যে মিট দ্যা মিল বিতরণ করেন ডা. ইমান আল- হোসাইন।

 এ সময় সাথে ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন মোহাম্মদ সায়েল। সভায় বক্তারা বলেন প্রশিক্ষন লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে গরু ছাগল ও হাসঁ মুরগী লালন পালন করে নিজেদের পুষ্টি চাহিদা পূরণ করে এলাকার লোকজনের বেকার সমস্যা সমাধান করে আমিশের ঘার্তি পূরণ করলে তবেই সরকারের মূল উদ্দেশ্য হাসিল হবে।

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good