৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে শিমুল তলা কবর স্থানের রাস্তা মাটি ভরাট ও পাকা করনের দাবি

০৬ ফেব্রুয়ারী, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে শিমুল তলা কবর স্থানের রাস্তা মাটি ভরাট ও পাকা করনের দাবি

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শিমুলতলা পঞ্চায়ীতি কবর স্থানের রাস্তা মাটি ভরাট ও পাকা করেনর দাবি। 

প্রতিদিন হাজার হাজার মানুষ কর্দমাক্ত এ রাস্তা দিয়ে চলাচল করলেও দীর্ঘদিন ধরে কোন সংস্কার কাজ না হওয়ায় রাস্তাটি এখন জন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।বিগত পাঁচ বছরে এ গ্রামে কোন ধরনের উন্নয়ন কাজ হয়নি।ফলে গ্রামীন সড়ক গুলোর নাজুক অবস্থা। 

বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীরা নির্ভিগ্নে চলাচল করতে পারছেনা।মুসল্লীরা মসজিদে গিয়ে নামাজ আদায়ে নিরুৎসাহিত হচ্ছেন। শুস্ক মৌসুমে লাশ নিয়ে কবর স্থানে গেলেও বর্ষা মৌসুমে কাদে লাশ বহন করে কবর স্থানে যাওয়া অত্যান্ত কষ্ট দায়ক হয়ে পড়ে। তাই গ্রামবাসীর দাবি আগামী বর্ষা মৌসুমের আগেই সরকারি বরাদ্দ দিয়ে রাস্তায় মাটি ভরাট ও পাকা করনের কাজ সম্পন্ন করতে হবে। না হয় গ্রামবাসী সড়ক সংস্কারের দাবিতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। 

২ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ নূরুল হক জানান আমি বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বরাবর একটি লিখিত আবেদন করেছি ২০২১ সালে মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান আমার ওয়ার্ডে কোন বরাদ্দ দেয়নি তাই আমি বৈষম্যর শিকার। এমতাবস্থায় শিমুল তলা গ্রামের পঞ্চায়েতী কবর স্থানের ২২০০ ফুট রাস্তা মাটি ভরাট ও পাকা করনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা অত্যান্ত জরুরি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ আলম জানান এ বিষয়ে পরিষদের সভায় কোন আলোচনা হয়নি। আলোচনা করে আমরা মাটি ভরাটের প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good