০৩ মার্চ, ২০২৫
ছবি: ছাতকে সিএনজি চালিত অটোরিক্সায় যাত্রী উঠানামা নিয়ে মারধর করে চালক আহত
ছাতকে সিএনজি চালিত অটোরিক্সায় যাত্রী উঠানামা নিয়ে মারধর করে চালক আহত।
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের শিববাড়ি এলাকার সিএনজি চালিত অটোরিক্সা ষ্টেন্ডে যাত্রী উঠানামা নিয়ে চালাক দের মধ্যে সিরিয়াল নিয়ে দ্বন্দ্বে এক সিএনজি চালিত অটোরিক্সা চালক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায় রোববার দুপুরে শিববাড়ি সিএনজি ষ্টেন্ডে চালক বিরাজ আলী ষ্টেন্ডের ম্যানেজার দিলোয়ার হোসেনকে অবগত করে জোহরের নামাজ আদায় করতে যান।
নামাজ পড়ে এসে যাত্রী উঠাতে চাইলে দিলোয়ার হোসেন বলেন নামাজে গেলে সিরিয়াল নাম্বার দেয়া যাবেনা।
বিষয়টি নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে চালক দবিরল আলম মিমাংসা করতে চাইলে দিলোয়ার হোসেনের পক্ষের অন্য চালকরা এসে তাকে কিল ঘুশি মারে এতে দবিরল আলম জ্ঞান হারা হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা এসে তাকে ঘটনাস্থল হতে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। আহত দবিরল আলম জানান পূর্ব শত্রুতার জের ধরে আমার উপর তারা পরিকল্পিত ভাবে হামলা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। শিব বাড়ি উপ কমিটি সভাপতি রজব আলী জানান ষ্টেন্ডে একটি অরাজকতা শুরু হয়েছে।
কতিপয় শ্রমিক দের জন্য সাধারণ শ্রমিকরা নিরাপদে কাজ করতে পারছেনা।আমরা এর সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত দিলোয়ার হোসেন জানান এখানে মারামারি হয়নি। সিরিয়াল নিয়ে কথা কাটাকাটি হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।
Good news
Good