০৮ সেপ্টেম্বর, ২০২৪
ছবি: উক্ত উদ্বুদ্ধ করণ অনুষ্ঠানের একাংশ
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে সেনাবাহিনীর উদ্যোগে রোববার সকালে সেনাবাহিনীতে ভর্তি উপলক্ষে এক উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে কিভাবে দালাল চক্রের মাধ্যমে প্রতারিত হয়ে অর্থের বিনিময়ে লোক ভর্তি রোধ করতে ছাতক আর্মি ক্যাম্প হতে একটি প্রেয়না মূলক ক্লাস পরিচালনা করা হয়।
এ ক্লাসের মাধ্যমে উপস্থিত সকল ছাত্র -ছাত্রী গণ সেনাবাহিনীতে ভর্তির যোগ্যতা, নির্বাচন পদ্ধতি, যাছাই- বাছাই, ভর্তির ক্ষেত্রে সচ্ছতা ও জবাবদিহিতা, বিষয়ে এবং সেনাবাহিনীতে সৈনিক জীবনের আকর্ষনীয় ও বৈচিত্রময় নানা বিদ সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত লাভ করে। একই সাথে দালাল চক্রের প্রতারনার মাধ্যমে টাকা লেনদেন করে লোক ভর্তির ব্যাপারে সচেতনতা ব্যাপক ভাবে ছড়িয়ে পড়বে।
এ বিশেষ ক্লাসটি দক্ষতার সাথে পরিচালনা করেন ছাতক সেনা ইউনিটের অধিনায়ক মেজর মোহাম্মদ আল- জাবির আসিফ পিএসসি। এসময় উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার ও ক্যাপ্টেন আরাফ মোহাম্মদ মুস্তাকিম। ক্লাস শেষে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিন বলেন আজকের সেনাবাহিনীর এ সচেতনতা মূলক ক্লাসের মাধ্যমে ছাত্র ছাত্রী সহ সকল শ্রেণী পেশার লোকজন সঠিক বিষয়টি জান্তে পারায় দেশের কল্যাণে কাজ করতে সেনাবাহিনীতে যোগ দিতে আরও উৎসাহিত হবে। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক ছাত্র -ছাত্রী সহ সেনাবাহিনীর নানা পদবীর কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
Good news
Good