৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইউপি চেয়ারম্যান সহ গ্রেপ্তার ৫ জন

১৯ মার্চ, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইউপি চেয়ারম্যান সহ গ্রেপ্তার ৫ জন

ছাতকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইউপি চেয়ারম্যান সহ ৫ জন গ্রেপ্তার।

 সুনামগঞ্জের ছাতকে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান ডেভিল

হান্ট পরিচালনা করে ছাতক থানার  মামলা নং-১৫,তাং-১০.. ০২.২০২৫  খ্রিঃ  ধারা-The Special Power's Act,1974 শেচতিওন-15 (3) / 25-D  এর সন্দিগ্ধ আসামী মো. কামাল হোসেন ওরফে কামাল মৃধা (৪০), মো.আব্দুল কাদির টুটুল (৪১),মো.আখতার হোসেন (৩৪) এবং মো.মোছাদ্দিক হোসেন সাব্বির(২৭)-কে গ্রেফতার করা হয়েছে।

বুধবার ১৯ মার্চ ভোরে (৭.৩০) যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে ইসলামপুর ইউনিয়নের নিজ গ্রাম থেকে গ্রেফতার 

করে। 

গ্রেফতার মো.কামাল হোসেন ওরফে কামাল মৃধা ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গনেশপুর ছড়ারপার গ্রামের হাজী আশিদ আলীর ছেলে এবং ছাতক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ,ছাতক উপজেলা নৌ-যান শ্রমিক লীগের সভাপতি তিনি। 

ইসলামপুর ইউনিয়নের গণেশ পুর (দালানবাড়ি) গ্রামের মৃত লুৎফুর রহমানের ৩ পুত্র মো. আব্দুল কাদির টুটুল (যুবলীগ সমর্থক) মো. আখতার হোসেন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুব লীগের সভাপতি। মোসাদ্দিক হোসেন সাব্বির ৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া বিকেলে এক অভিযান চালিয়ে উপজেলার ভাতঁগও

 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক  আওলাদ হোসেনকে ও গ্রেপ্তার করেছে পুলিশ। 

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতার আসামীদের আদালতে সোপর্দ 

করা হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good