০৮ অগাস্ট, ২০২৪
ছবি: মতবিনিময় সভায় উপস্থিতির একাংশ
সুনামগঞ্জের ছাতকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর সাথে সুশীল সমাজের মতবিনিময় সভা। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সুশীল সমাজ, সংখ্যা লঘু ও শিক্ষক দের নিয়ে এক মতবিনিময় সভায় দিক নির্দেশনা দেন সেনাবাহিনী ছাতক ইউনিটের অধিনায়ক মেজর মোহাম্মদ আল- জাবির আসিফ, পিএসসি।
বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মুস্তাফা মুন্না। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলশী চরন দাস, বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হরিদাস রায়,ইউ পি চেয়ারম্যান সুফি আলম সোহেল, উপজেলা আনসার ভিডিপির কমান্ডার আব্দুল কাদির, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাকির আমিন, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, ইসলামিক ফাউন্ডেশন উপজেলা শাখার সুপার ভাইজার জসিম উদ্দিন, উপজেলা পরিষদের মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিন উদ্দিন, ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অজয় কৃষ্ণ পাল, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তমাল পোদ্দার, সিসিসিএল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দিলিপ চন্দ্র মজুমদার, এক্স ক্যাডেট হুসেন আহমদ, হাফিজ আব্দুস শহিদ প্রমূখ।
সভায় মেজর মোহাম্মদ আল- জাবির আসিফ বলেন দেশের এ সংকট ময় মূহুর্তে মানুষের জান মাল রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। দেশ প্রেমিক সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে।
Good news
Good