৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে শাক-সবজি চাষে প্রযিকের উদ্যোগে প্রশিক্ষন শুরু

০৩ Jul, ২০২৪

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে শাক-সবজি চাষে প্রযিকের উদ্যোগে প্রশিক্ষন শুরু


সুনামগঞ্জের ছাতকে  শাক-সবজি চাষের  উপর বি আর ডি বির পল্লী জীবিকায়ন প্রকল্পের আওতায়  ৪০ জন মহিলার মধ্যে ৩ দিন ব্যাপী প্রশিক্ষন উদ্বোধন করেন বি আর ডি বির সুনামগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ সরোয়ার মাহফুজ ।

বুধবার  সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হলরুমে ৩ দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষকের বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তৌফিক হোসেন খান। 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাসের সভাপতিত্বে ও পজিকের উপ-প্রকল্প কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি  ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা. ইমান আল- হোসাইন।

উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন,  বি আর ডি বির মাঠ সংগঠক বিদুষ কুমার বর্মন।

প্রশিক্ষনার্থী দের মধ্যে উপস্থিত ছিলেন হুসনা বেগম, সাহেলা বেগম, সুফিয়া বেগম, রুকসানা বেগম, রাজিয়া বেগম, নাজমা বেগম, শুকুর বি,পারুল বেগম, সাহানা বেগম প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার তৌফিক হোসেন খান বলেন  মাননী প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছন দেশে এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না তাই প্রশিক্ষন গ্রহন করে লক্ষ্য থাকতে হবে ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান গড়ে তুলে নিজেকে আর্থীক ভাবে সাবলম্বি করে এলাকার উন্নয়নে কাজ করে দেশের মানুষের কল্যানে এগিয়ে আসা।

তবেই এ প্রশিক্ষন সরকার এবং নিজের জন্য সার্থক ও সফল হবে। সরকার দেশের বেকারত্ব দুরি করেনে নানা বিষয়ের উপর প্রশিক্ষনের উদ্যোগ গ্রহন করেছে। শাক-সবজি চাষের মাধ্যমে দেশের অনাবাদি জমিকে চাষের আওতায় এনে চাষাবাদ গড়ে তুলতে হবে। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good