০৬ এপ্রিল, ২০২৫
ছবি: ছাতকে প্রতিপক্ষের হামলায় অসহায় রইছ আলীর বসত ঘর ভেঙ্গে ফেলায় পরিবার নিয়ে খোলা আকাশের নিচে
ছাতকে প্রতিপক্ষের হামলায় অসহায় রইছ আলীর বসত ঘর ভেঙ্গে ফেলায় পরিবার নিয়ে খোলা আকাশের নিচে।
সুনামগঞ্জের ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় অসহায় রইছ আলীর বসত ঘর ভেঙ্গে ফেলায় পরিবার পরিজন নিয়ে ৪ দিন ধরে বসবাস করছেন খোলা আকাশের নিচে।
ছাতক থানায় একটি লিখিত অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার চরমহল্লা ইউনিয়নের সেওতরচর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে হারিছ আলীর সাথে একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সাদিক মিয়ার কথা-কাটাকাটি হয় মসজিদ থেকে বের হয়ে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে। এ ঘনার জের ধরে কোন কিছু বুঝেউটার আগেই সাদিক মিয়া, আরজক আলী, মিজান মিয়া ও ফজলু মিয়া সহ সঙ্ঘবদ্ধ লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি সুটা রড দিয়ে অসহায় রইছ আলীর বসত ঘরে হামলা করলে বসত ঘর ভেঙ্গে তার পরিবারের প্রায় ১০ - ১৫ জন লোক আহত হন।
৫ জন গুরুতর আহত হওয়ায় তাদের প্রাণ নাশের আশংকা করছেন স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায় রইছ আলী একজন শারীরিক প্রতীবন্ধী মানুষ হওয়ায় আয়রোজগার ছাড়া ৪ জন কন্যা সন্তান ও স্ত্রী নিয়ে মানবেতর জীবনযাপন করায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সম্প্রতি বসত ঘরটি নির্মান করে দেয়। কিন্তু প্রতিপক্ষের লোকজন ঘরটি ভেঙ্গে ফেলায় আর মাতা গুজার ঠাঁই রইলো না।
এ ব্যাপারে রইছ আলীর ভাই হারিছ আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে ও বিচার না পেয়ে দ্বারেদ্বারে ঘুরছেন।
অভিযুক্ত আরজক আলী ঘটনার সত্যতা শিকার করে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসবুকে লেখালেখি নিয়ে মুখোমুখি ও কিছু মারামারি হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান লিখিত অভিযোগ পেয়েছি আইন গত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
Good news
Good