০৯ সেপ্টেম্বর, ২০২৪
ছবি: চেক হস্তান্তর অনুষ্ঠানের একাংশ
সুনামগঞ্জের ছাতকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)এর পল্লী কর্মকংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ -৩ (আরইআরএমপি) শীর্ষক প্রকল্পে নারী কর্মীদের সঞ্চয় কৃত সমূদয় অর্থের চেক ও সনদ পত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মুস্তাফা মুন্না।
উপজেলা প্রকৌশলী সাব্বীর আহমেদের সভাপতিত্বে ও এলজিইডির উপজেলা কার্যালয়ের সি ও মাসুদুর রহমান ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন।
সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে ১৩ টি ইউনিয়নের ১৩০ জন নারীর মধ্যে ৫০ জন উপস্থিত নারী কর্মীকে এ চেক হস্তান্তর ও সনদ প্রদান করা হয়। চেক গ্রহন কারি নারী কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সুবিয়া বেগম, মায়ারুন নেছা, ফাতেমা বেগম, সুয়েজা বেগম, লাইলী বেগম, সেতু দাস, স্বরসতি রানী, আছমা বেগম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না বলেন নিজেদের সঞ্চয় কৃত সমূদয় টাকা গুলো খরচ করে আয় বৃদ্ধির লক্ষ্য হাসঁ মুরগী ও গরু ছাগল লালন পালন করে উৎপাদন মূলক কাজে ব্যয় করলে নিজে স্বাবলম্বী হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে।
Good news
Good