৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে পিকাপ ছিনতাই করে মালামাল লুট আহত এক

০১ নভেম্বর, ২০২৪

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারের কাছে সেতু (সাদা পুল) নামক স্থানে একটি পিকাপ ছিনতাই করে ছিনতাই কারিরা মালামাল লুট করে ও নগদ টাকা নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার  ভোররাতে ঢাকার সাভার হতে ছেড়ে আসা ৪২ বস্তা কপি ভর্তি পিকাপ নং ঢাকা মেট্রো-ঢ-২৩-১৪০৮ পিকাপটি গোবিন্দগঞ্জের( সাদাপুল) সেতুর উপর উটলে কতিপয় ছিনতাইকারী অন্য একটি নাম্বার বিহীন পিকাপ থেকে নেমে কপি ভর্তি পিকাপটি গতিরোধ করে পিকাপটি ছিনতাই করে। 

সিলেট - সুনামগঞ্জ সড়কের সায়মা শাদী মহলের সামনে আটক করে পিকাপে থাকা লোকজনের উপর দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি সুটা রড ডেগার ও কাঠের রুল দিয়ে হামলা করে। এতে জাকির হোসেন নামক এক যুবক আহত হন। এসময় ছিনতাই কারিরা কপি ভর্তি পিকাপ থেকে কপি গুলো ছিনতাই করে  অন্য একটি নাম্বার বিহীন পিকাপে ভর্তি করে দ্রুত পালিয়ে যায়। 

ছিনতাই কারিরা ৪২ বস্তা কপি যার বাজার মূল্য ৮ লাখ ৯২ হাজার ৫ শ টাকা, নগদ ২ লাখ ৬২ হাজার ৭ শ টাকা, দুটি মোবাইল ও একটি ব্রেসলেট নিয়ে যায়। এ ঘটনায় মোশাহিদ মিয়া বাদি হয়ে জাহেদ মিয়া সহ ৭ জনকে আসামি করে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান এগুলো অনেক সময় কালো বাজারে চুরাই পথে আসে। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good