২৩ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: ছাতকে অবৈধ ভাবে পরিবহন হতে পৌর কর আদায়ের দরপত্র বাতিলের আবেদন।
ছাতকে অবৈধভাবে পরিবহন হতে পৌর কর আদায়ের দরপত্র বাতিলের আবেদন।
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের প্রবেশ দ্বার সওজ কার্যালয়ের সামনে ও লাফার্জস্থ টেঙ্গার গাও রাস্তার মূখ হতে পৌর কতৃপক্ষের মাধয়মে পরিবহন হতে টোল বা পৌর কর আদায় করে থাকে।প্রতিবছরের ন্যায় এ বছর ও এ স্থান গুলোতে টোল আদায় করতে পূনরায় দরপত্র আহ্বান করা হয়েছে। এ দরপত্র বাতিল চেয়ে ছাতক ট্রাক- পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেছে। আবেদনে বলা হয়েছে দেশের কোথাও কোন পৌর সভায় এ রকম টোল আদায়ের কোন নিয়ম না থাকলেও বিগত বিশ বছর ধরে ছাতক পৌর সভার পক্ষ থেকে দরপত্র আহ্বান করে টোল আদায় করা হচ্ছে। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। ২০১৫ সালে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয় হতে দেশের সকল পৌর সভা ও সিটি করপোরেশনের অধীনে কোন প্রকার যানবাহন হতে টোল আদায় না করতে গেজেট আকারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই ছাতক ট্রাক- পিক-আপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির পক্ষ থেকে এ স্থান গুলোতে টোল আদায়ের দরপত্র আহ্বান বন্ধ রাখতে অনুরোধ করে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদন গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আবেদন প্রদান কালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ট্রাক- পিক-আপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি এমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিপন মিয়া তালুকদার, সুনামগঞ্জ জেলা ট্রাক ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি নূরুল আলম কবির। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান আমরা পৌর সভা ও স্থানীয় সরকার নীতিমালা অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেব এর বাহিরে আমাদের কিছু করার সুযোগ নেই।
Good news
Good