১৬ ডিসেম্বর, ২০২২
ছবি: অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অথিতিগন ও উপস্থিত শিক্ষার্থীরা
সুনামগঞ্জের ছাতকে মহান বিজয় দিবস উপলক্ষে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে দিন ব্যাপী কর্মসূচী পালন করা হয়েছে। সূর্য দয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযোদ্ধা বিষয়ক রচনা, কবিতা আবৃত্তি, ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, শিক্ষার্থীদের মধ্য মুক্তি যোদ্ধের গল্প শোনানো এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কুতুবউদ্দিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাওলানা ফিরুজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জামাল উদ্দিন, অভিভাবক সদস্য ডা. করুনা সিন্ধু রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শীখা দে, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফাতেমা বেগম। এ সময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহানারা বেগম, রিনা বেগম, মিসির আলী, আনিসুর রহমান, সহকারি শিক্ষক অমরেশ সরকার সঞ্জু,সুশান্ত রায় শর্মা, আছাব উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন অষ্টম শ্রেণির ছাত্রী নিলুফা আক্তার ও গীতা পাঠ করেন পুস্পিতা দেবনাথ।
Good news
Good