৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

০৩ এপ্রিল, ২০২৩

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে মাধ্যমিক শিক্ষার্থী দের মধ্যে ট্যাবলেট বিতরণী অনুষ্ঠানের স্থির চিত্র


সুনামগঞ্জের ছাতকে মাধ্যমিক ও সমমান বিদ্যালয় সমূহের নবম ও দশম শ্রেণির মেধাবী  শিক্ষার্থীদের মধ্যে জন শুমারী ও গৃহগননা ২০২১ প্রকল্পের ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক -দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

 সোমবার সকালে উপজেলা শিক্ষক মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউ আর সি মোস্তফা আহসান হাবিব ও উপজেলা পরিসংখ্যান পরিদর্শক আমিনুল ইসলাম সরকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবি পুলিন রায়। এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন মিয়া, লিপি বেগম, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির, রাজনীতি বিদ সৈয়দ আহমদ।

অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন শি্ক্ষক জাহাঙ্গীর আজাদ, কুতুবউদ্দিন, জালাল উদ্দিন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনের অংশ হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট গুলো দেয়া হয়েছে। 

তিনি বলেন মেয়েরা আধুনিক শিক্ষায় এগিয়ে আসতে হবে। শিক্ষাক্ষেত্রে পরিবর্তন হয়েছে তার সুফল আমরা ভোগ করছি। ৪০ টি বিদ্যালয়ে ৬ জন করে ২৪০ জন শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good