৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অর্থনীতি ও বাণিজ্য

ছাতকে লাফার্জ-হোলসিম সিমেন্টের বিরুদ্ধে আধা বেলা হরতাল পালন

২৬ অক্টোবর, ২০২২

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: খোলাবাজারে চুনাপাথর বিক্রির প্রতিবাদে ছাতকে লাফার্জ সিমেন্টের বিরুদ্ধে ব্যবসায়িদের ডাকা আধা বেলা হরতালে বন্ধ দোকানপাট ও যান শূণ্য মহাসড়ক।

সুনামগঞ্জের ছাতকে লাফার্জ-হোলসিম সিমেন্ট কর্তৃক খোলাবাজারে চুনাপাথর বিক্রির প্রতিবাদে আধা বেলা হরতাল পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী-শ্রমিকরা। 

আজ বুধবার ২৬ অক্টোবর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছাতক পৌর এলাকায় এ হরতাল পালন করা হয়।

ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য এ হরতালের ডাক দেন। হরতালের কারণে ছাতক পৌরশহরে সব ধরনের যানবাহন ও দোকানপাট বন্ধ থাকে। সড়কে বাঁশ ফেলে অবরোধ করে রাখেন হরতাল সমর্থকরা। এতে ভোগান্তিতেও পড়েন সাধারন মানুষ।

হরতালকারীদের অভিযোগ, শিল্প আইন লঙ্ঘন করে লাফার্জ-হোলসিম কর্তৃপক্ষ ভারত থেকে আমদানি করা চুনাপাথর ভেঙে খোলাবাজারে বিক্রি করছে। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র আমদানিকারক, ব্যবসায়ী ও শ্রমিকরা। এই অবৈধ ব্যবসা বন্ধ না করলে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার কথাও জানান তাঁরা।

এর আগে ২৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় হরতাল ও সকাল-সন্ধ্যা নৌপথ অবরোধের সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শিল্প আইন লঙ্ঘন করে অবৈধভাবে ক্র্যাশিং চুনাপাথর উৎপাদন এবং খোলাবাজারে বিক্রির প্রতিবাদে বুধবার অর্ধদিবস হরতাল এবং সকাল-সন্ধ্যা নৌপথ অবরোধের ডাক দেয় তাঁরা। এরই সমর্থনে সন্ধ্যায় শহরের পুরাতন কাস্টম রোড থেকে ব্যবসায়ী-শ্রমিক-জনতা একটি বিক্ষোভ শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের নেতা এবং অন্যান্য ব্যবসায়ীরা বলেন, ‘ছাতকের ঐতিহ্যবাহী চুন শিল্প ও ব্যবসা আজ ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। খোলাবাজারে চুনাপাথর বিক্রি বন্ধ না হলে আমাদের আন্দোলন চলবে।

 

 

 


 


 

Related Article