০২ Jul, ২০২৪
ছবি: ছাতকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ
সুনামগঞ্জের ছাতকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিফ ২ মৌসুমে রোপা আমন উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচী ও সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল অথবা প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে পূনর্বাসন কর্মসূচীর আওতায় এ সার ও বীজ বিতরণ করা হয়েছে।
কৃষক দের উপস্থিতিতে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক -দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খানের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মুস্তাফা মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরন,ভাইস চেয়ারম্যান কাজী আব্দুস সামাদ,
মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, মাস্টার আওলাদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ, কৃষক তাজ উদ্দিন প্রমূখ।
Good news
Good