২১ নভেম্বর, ২০২৪
ছবি: ছাতকে কৃষক দের মধ্যে ভূট্রার বীজ ও সার বিতরণ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়নের লক্ষ্যে ৬০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে ভুট্টার বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান।
বীজ ও সার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ এনামুল ইসলাম পারভেজ, শুভাশিস শেখর দাশ এবং হাজেরা বেগম।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান বলেন, “সরকার কৃষির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় কৃষকরা এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অল্প পরিশ্রমে অধিক ফসল উৎপাদন করতে পারছেন। বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করা হলে বাম্পার ফলনের সম্ভাবনা থাকে। আসুন আমরা সবাই আন্তরিক হয়ে কৃষি উন্নয়নে কাজ করি।”
বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এ ধরনের উদ্যোগ তাদের চাষাবাদে উদ্দীপনা যোগাবে এবং উন্নত প্রযুক্তি ব্যবহারে আগ্রহী করবে। এ উদ্যোগে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশাবাদী স্থানীয় কৃষি বিভাগ।
Good news
Good